সরকারি অনুদানের ছবিতে জুটি বাঁধছেন সোহেল রানা ও কবরী
জনপ্রিয় ‘মাসুদ রানা’র সাফল্যের পথ ধরে এবার আবারও একসঙ্গে দেখা যাবে দর্শকনন্দিত জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সোহেল রানা ও কবরী।
সরকারি অনুদানের ছবি ‘এই তুমি সে তুমি’তে ফের জুটি বাঁধছেন সোহেল রানা ও কবরী। ছবিটি পরিচালনা করছেন কবরী। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে। তবে সোহেল রানা এখনও শুটিংয়ে যোগ দেননি।
এ ছবির মাধ্যমে প্রথমবার পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্পের সারাংশ আমি শুনেছি। ভালো লেগেছে। এটি মূলত আমাদের সিনিয়র কয়েকজন শিল্পীদের আড্ডাসুলভ গল্পও বলা যেতে পারে। আমি কথা দিয়েছি, এতে কবরীর সঙ্গে অভিনয় করব। তবে এখনও কাজে যোগ দেইনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ