স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ)
কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে (সোমবার ২৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদরে ১২৩৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ ,প্রবীণ হৈতুষী সংঘের হলরুমে সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা: খায়রুল আলমের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা: মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ডা: খায়রুল আলমের
জীবন তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: দ্বীন মোহাম্মদ, সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের উপ- পরিচালক ডা: মো: আব্দুল হাই, কিশোরগঞ্জ জেলা উদীচীর সাবেক সভাপতি এড. নূরুন্নবী বাদল,কিশোরগঞ্জ জেলার বিএমএ,র সাধারণ সম্পাদক ডা: আব্দুল ওয়াহাব বাদল,ডা:গোলাম মোস্তুফা মানিক, অধ্যক্ষ বজেন্দ্র দেব নাথ,এড, ওমর ফারুক, কণ্ঠ শিল্পী আবুল হাশেম।
সেখানে উপস্থিত ছিলেন,শিক্ষক হোসেন আলী, সপ্তসুর শিল্পী গোষ্ঠির সভাপতি সংগীত শিল্পী এম এ আর বাবুল ভূঁয়া, দর্পণ সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি ও ট্রাস্টের সদস্য জিয়াউল হক বাতেন, এনজিও কর্মী মিয়া মুহাম্মদ ফাইজুল ইসলাম রিপন, টাস্টের সদস্য মিনহাজুল ইসলাম সজিব, প্রমুখ আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, হাফেজ রুহুল আমীন,অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন,ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো: রুহুল আমীন।