সম্পাদকীয় কলাম
সমকালীন সময়ে বহুল আলোচিত হয়ে উঠেছে ধর্ষন শব্দটি। পত্রিকার পাতা মেললেই প্রতিদিনই চোখে পড়ে ধর্ষনের নানা ঘটনার খবর। গ্রামে কিংবা শহরে, বাড়িতে কিংবা রাস্তায়, অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি চলমান বাসে পর্যন্ত, একথায় বলা চলে প্রায় সর্বত্রই ঘটছে এমন ন্যাক্কাড় জনক ঘটনার।
গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯.০০টার দিকে সিলেটের এম সি কলেজে (ঘুরতে যাওয়া এক দম্পতি) স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের মুখোশধারী কিছু অরাজক কর্মীরা।
এভাবে আর কত চলবে এ বর্বরতা ? মানবতা আজ কোথায়?
এভাবেই ধর্ষণের খবর পড়তে পড়তে এবং ভিকটিমের বিচার চাওয়ার দাবি শুনতে শুনতে আমরা ক্লান্ত।
ধর্ষক ধর্ষকই।ধর্ষকের আর কোন পরিচয় নেই। দলমত নির্বিশেষে ধর্ষকের একমাত্র পরিচয় হচ্ছে সে ধর্ষক, সে কোন দল করে, কোন চেয়্যারপারসন বা কতবড় ক্ষমতাধারী সেটা দেখার কোনো দরকার আমাদের/সরকারের নাই।
পৃথিবীর তাবৎ ক্ষমতার উর্ধ্বে গিয়ে ধর্ষকের চূড়ান্ত বিচার চাই।ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা ও সম্মিলিত সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন। ধর্ষণ মামলার জন্য কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য শাসন বিভাগের বিশেষ নজরদারি স্থাপনের জোর দাবি জানাচ্ছি।