স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামে মিনি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মারুফ একাদশ।
আজ শুক্রবার (২৫ সে্পে্টম্বর) বিকাল ৫টায় উপজেলার চরফারদী এলাকায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তৃষার
টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক নূর মোহাম্মদ লুহানি ডাবলো, ছাত্রনেতা তুষার, সহ আরো উপস্থিত ছিলেন ,চরফারদী ঠাকুর বাড়ীর রাজন রাজু, ফিকুল, মামুন, বিল্লাল, শরিফ, তানিম, জাকির প্রমুখ।
খেলায় মারুফ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ৫ ওভারের নির্ধারিত খেলায় প্রথমে মাঠে নেমে দুই উইকেট হারিয়ে মারুফ একাদশ ৮৩ রান করে। এরপর ৮৪ রানের টার্টে বেট করতে মাঠে নামে সৌরভ একাদশ ৫ ওভারে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। বিজয়ী দলের ছাব্বির একাই ৫৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আসিফ ও সুহান। টুর্নামেন্টে ৩টি দল অংশ নেয়। ম্যানঅফতা টুর্নামেন্ট হয় প্রতিপক্ষ দলের সৌরভ।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা । পাকুন্দিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নূর মোহাম্মদ লুহানি ডাবলো ও ছাত্রনেতা তুষার বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন।এরপর বিপক্ষ দলের হাতেও পুরুষ্কার তুলে দেওয়া হয়।
খেলাটি বিপুল সংখ্যক ছাত্র-জনতা ও এলাকার গুণ্য-মান্যরা উপভোগ করেন।