স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার কোদালিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কোদালিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকায় কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শ্রমিক লীগ নেতা আতাউল্লাহ্ সিদ্দিক মাসুদ।
এ উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামছুউদ্দিন ,পুলেরঘাট আঞ্চলিক শাখা সাবেক সাধারণ সম্পাদক রফিক মোশাররফ সুমন, কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ খলিলুর রহমান , ডা: তাজুল ইসলাম , মন্নাছ মিয়া , ডা: হাবিবুর রহমান , সমাজসেবক আরিফুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত পাকুন্দিয়া উপজেলার থেকে মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণ করবেন। শুক্রবার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ ও জাঙ্গালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদকে পরাজিত করে শুভ সূচনা করে। জমজমাট এই ফুটবল টুর্নামেন্ট আসরে শত শত দর্শক খেলা উপভোগ করেন।