স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হোসেনপুরের হাজীপুর বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
জানা যায় নিহত তাইজুল ইসলাম হোসেনপুর উপজেলার গড়মাছুয়া- নামাপাড়া গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, হাজীপুর বাজারে পাওনা টাকা আদায় নিয়ে এলাকার পারভেজের সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পারভেজ ও তার লোকজন শামীমকে মারপিট করতে থাকলে শামীমের চাচা তাইজুল ইসলামসহ কয়েকজন এগিয়ে আসলে তাকেসহ কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাইজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের মধ্যে আমিনুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৪০) ও শামীমকে (২৫) উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।