বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ের টানে বন্ধুত্বের বন্ধনে কাচিক ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী
/ ১২৯ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচাপড়া চিনিকল (কাচিক) উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-২০১৫ এর পুনর্মিলনী আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই স্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম রফিক উদ্দিন স্যারের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রত্যেকের বর্তমান অবস্থান ও পরিচয় পর্ব ও স্কুলের নানা স্মৃতিমাখা দিনগুলোর স্মৃতিচারণ করা হয়।

পূর্ণমিলনী অনুষ্ঠানে কেক কাটা,মিষ্টিমুখ নানা আয়োজনে দিনটিকে উপভোগ্য করে তুলেন প্রাক্তন এই শিক্ষার্থীরা।

এ পূর্ণমিলনীকে প্রাণভন্তকর করে তুলতে
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে,ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা বিনোদনের আয়োজন করা হয়।

ছেলেদের জন্য রাখা হয় রম্য বিষয়ক আয়োজন “চাচা আপন প্রাণ বাঁচা” এবং মেয়েদের জন্য চোখ বেঁধে পাতিল ভাঙ্গা।
পূর্ণমিলনীর শেষ পর্বে বিজয়ী ও শিক্ষার্থীদের হতে তুলে দেওয়া হয় পুরষ্কার ও স্মৃতি ক্রেস্ট।

উল্লেখ্য, ২০১৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান হয়নি। প্রাতিষ্ঠানিক একটি ইস্যু নিয়ে তৎকালীন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এ আয়োজন করা যায়নি। এ প্রসঙ্গে ২০১৫ ব্যাচের ছাত্র হাফিজুরের বক্তব্য “আমরা কাচিক স্কুলে দীর্ঘ ১০ টি বছর লেখাপড়া করেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের তখন বিদায় অনুষ্ঠান হয়নি।কিন্তু দীর্ঘ ৫ টি বছর পর সবাই একসাথে হতে পেরে অনেক আনন্দ লাগছে”।হারানো দিনের সোনালী স্মৃতির মাঝে বন্ধুদেরকে একসাথে পেয়ে আজ যেন বিচরণ করছেন মনের আনন্দে সেই পুরোনো দিনে।

আকিবুর রহমান
শিক্ষার্থী, কাচিক ২০১৫ ব্যাচ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ