পাকুন্দিয়ার শেখ ফরিদ সহ নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণে মৃত ৩১ জন
স্টাফ রিপোর্টার : গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত ৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে আজ মারা গেলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শেখ ফরিদ (২১)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারির আইসিইউতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। সে উপজলোর চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের এমদাদ মিয়ার ছেলে।
জানা যায়, গত ৭ মাস আগে শেখ ফরিদ নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি নেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন শেখ ফরিদসহ ৩৭ জন।
উক্ত ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ