
কেউ একজন
তানিয়া সুলতানা হ্যাপি
কেউ একজনকে তো চেয়েছিই।
কেউ একজনকে কী ভীষণ চেয়েছি!
কী ভীষণ চেয়েছি কেউ একজনকে!
সে কথা জানে আমার ঈশ্বর।
হল লাইফে ভর দুপুরে বড় আপুদের
ডেটিং সিডিউল নিয়ে যে প্রস্তুতি চলতো
তা দেখে প্রমিলা মনটা আমার চাইতো
আমিও কেউ একজনের প্রেমে পড়ি।
কেউ একজন কানে কানে বলুক
তোমার চোখ সুন্দর, দাঁত সুন্দর,
তোমার হাসিটা ভারী মিষ্টি।
তোমার নাকের ঐ মাঝখানের
তিলক ফোঁটাটা আমার চাই।
চেয়েছি রাজনীতির মিছিল মিটিং শেষে
কলাভবন কিংবা পার্টি অফিসের মোড়ে
মুক্তা মার্কা ঠান্ডা পানির বোতল হাতে নিয়ে
কেউ আমার জন্য অপেক্ষা করুক।
বলুক রোদে চেহারাটা একেবারে পুড়ে গেছে
এবার একটু ছায়ায় বসে বিশ্রাম নাও।
কেউ একজনকে তো চেয়েছিই-
আমার বক্তব্যের অথেনটিক তথ্য সংগ্রহ করার জন্যে
রাত জেগে জেগে গুগল সার্চ করুক।
আমার তথ্যসমৃদ্ধ, সময়োপযোগী বক্তব্যে
তুমুল হাততালি পড়লেও বলবে
স্পিচ ডেলিভারি আরো
চমৎকার আশা করেছিলাম।
কেউ একজনকে তো চেয়েছিই
বারান্দায় একলা একা দাঁড়িয়ে থাকা
আমাকে ফোন করে বলুক চা বানাও
বারান্দায় বসে মিষ্টি কামিনীর ঘ্রাণ নেবো।
জ্যেস্না দেখবো, আকাশের তারাগুলো গুনবো।
ঝিরিঝিরি বাতাসের সঙ্গোপনে
আবেশে আবেগে আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে।
এমন একজনকে তো পাশে চেয়েছিই
যে কিনা বাইরে বের হওয়ার সময় মনে করিয়ে দিবে
ছাতা,সানগ্লাস, পানির বোতল সাথে নিয়েছো তো?
দুপুরের লাঞ্চটা সময় মতো করে নিয়ো।
কিংবা বিকেলের নাস্তা পাঠিয়ে চমকে দিবে
অথবা কোন অকেশনাল গিফট।
চেয়েছিলাম এমন একজনকে
যে কি না পাহাড় সমান অপরাধ করে ফেললেও বলবে
পাগলি কোথাকার! এমন হেয়ালী কেউ করে কখনো?
অথবা জীবনে যদি কখনো এমন দিন আসে,
যদি পুরো পৃথিবী আমার বিপক্ষে চলে যায়,
তবুও সে বলবে ভয় পেয়ো না ওগো
আমি আছি তোমার সাথে।
এতো কিছু না হোক-
অনন্ত আমার শাড়ীর কুচিগুলো
ঠিক করে দেয়ার জন্য হলেও
আমার কপালের বাঁকা টিপখানা
ঠিকঠাক করে দেয়ার জন্য হলেও
কেউ একজনকে তো চেয়েছিই।
কেউ একজনকে কী ভীষণ চেয়েছি
সে কথা জানে আমার ঈশ্বর।
আজিমপুর, ঢাকা।