
স্টাফ রিপোর্টার : উদ্দীপনের উদ্যোগে এসএসসি/দাখিল ২০২০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে অদ্য ৬ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকায়।
করোনাকালের সতর্কতাসহ কিশোরগঞ্জের কড়িয়াইলস্থ শেওড়া বাজারের ইসলামিয়া লাইব্রেরিতে অনুষ্ঠানটি অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়। শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল মুহাইমিন নাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও. আব্বাস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও ছড়াকার শফিক নোমানী।
উল্লেখ্য, এসএসসি/দাখিল ২০২০ কৃতী শিক্ষার্থীদেরকে উদ্দীপন সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের পাটধা রসূলপুর আশরাফিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মাও. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ঢাবির দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জনাব রফিকুল হক রবিন। আলোচনায় অংশ নেন ইসমাঈল হোসাইন মুফিজী, গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী কবি শফিকুল ইসলাম রাজু, মো. নাজমুল ইসলাম, আব্দুল্লাহ নাসের শোয়াইব প্রমূখ।