পাকুন্দিয়ায় করোনার নমুনা সংগ্রহকারী শিবলী করোনায় আক্রান্ত্র
স্টাফ রিপোর্টার : একটানা পাঁচ মাসে ছয়শতাধিক করোনার নমুনা সংগ্রহ করার পর কোভিড-১৯ করোনায় এ আক্রান্ত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী সেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট আনিস আহাম্মেদ শিবলী (২৭)।
গত বুধবার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেকিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করলে গতকাল (৪ সেপ্টেম্বর) শুক্রবার রাতে করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জমির মো: হাসিব সাত্তার বলেন, নমুনা দেওয়ার পর থেকেই আক্রান্ত শিবলী হোম কোয়ারান্টিনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ