গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, এড. নাসির উদ্দিন ফারুকী। অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য অনলাইনে বক্তৃতা করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিলকিছ বেগম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।