বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পাকুন্দিয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টা পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আলী আকবর, সহকারী কমিশনার ভূমি একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ