
মহিম ইসলামঃ
পাকুন্দিয়ায় শিক্ষকের প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়ে ফেইসবুকে ষ্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে কলেজে পড়ুয়া এক ছাত্রী। নিহত এই ছাত্রীর নাম মাসফি সুমাইয়া সে উপজেলার ষাটকাহন গ্রামের শামীম হোসেনের মেয়ে।
নিহত সুমাইয়ার সাথে পরিচয় হওয়া শিক্ষকের নাম রাসেল। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা ও কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। সেই সুবাদে সুমাইয়ার সাথে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, এমনটিই জানায় স্থানীয় সুত্র।
সুমাইয়ার দেওয়া তার ফেইসবুকে ষ্ট্যাটাস টি ছিলো এমন যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টানা তিন বছর তাকে ধর্ষণ করে তার শিক্ষক কিন্তু পরিশেষে অন্য মেয়েকে বিয়ে করে তার শিক্ষক তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এবং আর কোনো ছাত্রীর জীবনে এমনটি না ঘটুক এমনটিই জানিয়েছে তার দেওয়া ষ্ট্যটাসে।
আজ (২২ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
পাকুন্দিয়া থানার ওসি মাহফুজর রহমান জানান প্রেম সংগঠিত বিষয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।