স্টাফ রিপোর্টার
পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের ঈদ পুর্ণমিলনী ও সাহিত্য আড্ডা সাংবাদিক ও শিক্ষক মো. স্বপন হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ই আগস্ট, ২০২০ইং) শুক্রবার বিকেলে পাকুন্দিয়া উপজেলাধীন আবুল হাশেম সুপার মার্কেটস্থ পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদ পুর্ণমিলনী ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জুর সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আশরাফীর সঞ্চালনায় এসময় কবি ও ছড়া আবৃত্তি করেন বিশিষ্ট কবি ও ছড়াকার মো. গোলাম আমিন, এম. হাবিবুর রহমান ও আল আজাদ।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার ও কবি মো. শহিদুল ইসলাম মাসুদ, শিক্ষক ও সাংবাদিক মো. স্বপন হোসেন, কবি আশরাফ উদ্দিন আশরাফী, কবি ও ছড়াকার মো. গোলাপ আমিন, সাংবাদিক মো. আলমগীর হোসেন, সাংবাদিক এস. এ সম্রাট, সাংবাদিক মো. এমদাদুর রহমান, সাংবাদিক শামিমা বেগম (বিউটি) প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।