স্টাফ রিপোর্টার:
আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের হ্যাটফিল্ড সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় ঈদুল আযহা উদযাপিত হয়েছে। গত ৩১ জুলাই, শুক্রবার সকালে ৭:০০ ঘটিকায় “হ্যাটফিল্ড জামে মসজিদে” করোনা ভীতি উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকান মুসলিম সম্প্রদায় সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন।ঐদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল, যদিও প্রতিকূল আবহাওয়ার কারনে কিছুটা বিঘ্ন ঘটে।
হ্যাটফিল্ড সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৫১১, কাউপাথ রোডে অবস্থিত “হ্যাটফিল্ড জামে মসজিদে” প্রবাসী বাংলাদেশি মুসলিম সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের জামাতে অংশ গ্রহণ করে।এই মসজিদে একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়।ঐদিন ঈদুল আযহার জামাতের ইমামতি করেন,কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রুপসা গ্রামের কৃতি সন্তান, হ্যাটফিল্ড মসজিদের সন্মানিত ইমাম এন্ড খতিব; বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মাও:আজিম উদ্দিন বিন মজনু।