স্টাফ রির্পোটার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষরোপন করেছে জাঙ্গালিয়া ইউনিয়ন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি। আজ (রোববার) বিকেলে উপজেলার চরটেকী উচ্চ বিদ্যালয়, চরটেকী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করা হয়। চরটেকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক মিলন মেহগনী গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন।
এ সময় উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অ্যাড: আ.ন.ম তানভীর হায়দার ভূঞা, জাঙ্গালিয়া ইউপি কমিটির সভাপতি প্রভাষক নুরুজ্জামান, সম্পাদক ও জাংঙ্গালীয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, চরকেকী গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, ডিগ্রিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ নাদিম, সেনা কর্মকর্তা রেজাউল করিম বুলবুল, ইউপি সদস্য তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ায় প্রায় দেড় বছর ধরে এ ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির কার্যক্রম চলমান আছে।