পাকুন্দিয়া উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি নির্বাচিত করছে। তারই ধারাবাহিকতায় জাঙ্গালিয়া ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হলো। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে তারাকান্দি মডেল একাডেমীতে তারাকান্দি ফাজিল মাদরাসার প্রভাষক মো.কফিল উদ্দিনের সভাপতিত্বেএক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাচিত করা হয় প্রভাষক নুরুজ্জামান কে ও জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি গঠন সভায় পাকুন্দিয়া উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পিডিপির চেয়ারম্যান অ্যাড: আ.ন.ম তানভীর হায়দার ভূঞা ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রভাষক তরিকুল হাসান শাহীন,পাকুন্দিয়া সরকারী কলেজের প্রভাষক মো.শাহজাহান,জেলা ছাত্রলীগে সাবেক উপ- আইন বিষয়ক সম্পাদক অ্যাড: দেওয়ান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।