পাটুয়াভাঙ্গার শিমুলিয়ায় একমাসে গ্রাহকের বিদুৎ বিল আসলো ২৬ লাখ টাকা
স্টাফ রিপোর্টার:
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা এম এ তুহিন (কামাল) নামে এর সাইকেল মেকানিকের দোকানে জুলাই মাসের বিল আসলো ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা। সে শিমুলিয়া চৌরাস্তা বাজারের দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
ব্যবসায়ী এম এ তুহিন (কামাল) জানান, দোকানে ১ টি ফ্যান ও ১ টি লাইট বাল্ব ব্যবহার করেন। এতে প্রতিমাসে ২শ’ থেকে ৩শ’ টাকা বিল আসতো। কিন্তু এবার জুলাই মাসের বিলের কাগজ দেখে চক্ষু চড়কগাছ। বিদ্যুত অফিসের কাগজে উল্লেখ করা হয়েছে ২৩,৪৬৯০ ইউনিট।
কটিয়াদী পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের নাজমুল জানান, এ ব্যাপারে বিলের সমস্যা থাকলে অফিসের মিটার রিডিং যারা করে তাদের সাথে সমাধান করতে হবে এটা কোন সমস্যা না।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ