পাকুন্দিয়ায় জাঁকজমকপূর্নভাবে কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন এবং বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে “দৈনিক যায়যায়দিন” এর ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্দোগে উপজেলা পাবলিক লাইব্রেরি চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি এবং বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করা হয়। দৈনিক যায়যায়দিন এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফ আলীর সভাপতিত্বে যায়যায়দিন এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর সন্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক দেওয়ান সাদেকুল ইসলাম, প্রভাষক তরিকুল ইসলাম শাহীন, আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার ভূইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম,এ হান্নান, উপজেলা ফ্রেন্ডস্ ফোরামের সদস্য আল মামুন, রাসেল, নাজমুল হুদা, উম্মে হাবিবা অমি, মুক্তার হোসেন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।