পাপ্র ডেস্ক :
চলতি বৎসরে নোবেল পুরস্কার প্রদান কোভিড-১৯ করোনা মহামারীর কারনে স্থগিত করা হয়েছে। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। গত মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বহুমাত্রিক নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন জানান,চলতি বৎসরে নোবেল পুরস্কার প্রদান কোভিড-১৯ করোনা মহামারীর কারনে স্থগিত করা হয়েছে। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রাণঘাতী করোনার ভয়ে ৬৪ বছর পর প্রথমবারের মতো বাতিল করা হয়েছে এই নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল সর্বশেষ ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।