কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলীয়া গ্রামে মীরবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হযরত আবু হুরায়রা (রাঃ) তাহফিজুল কোরআন এন্ড প্রি-ক্যাডেট মাদ্রাসার ২৪/০৭/২০২০ খ্রিঃ তারিখে জুম’আ বাদ বেলা ২.৩০ ঘটিকায় প্রস্তাবিত দ্বি-তল মাদ্রাসা গৃহ পূণঃনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মায়ামেঘ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জনাব মোঃ আসাদ সাহেবের মহান অবদানস্বরূপ “Heart for Mercy” ( H4M), ঢাকা, বাংলাদেশ, এর অর্থানুকুল্যে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সর্বিক সহযোগীতায় উন্নয়ন কাজটি সুসম্পন্ন হবে। উক্ত মহতি অনুষ্ঠানে কমটির সকল সদস্য, জামে মসজিদের সকল মুসল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। এলাকার ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার পথও সুগম হবে এমনটি আশা করে আপামর জনসাধারণ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি বিশেষায়িত মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলীয়া গ্রামে মীরবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হযরত আবু হুরায়রা (রাঃ) তাহফিজুল কোরআন এন্ড প্রি-ক্যাডেট মাদ্রাসার ২৪/০৭/২০২০ খ্রিঃ তারিখে জুম’আ বাদ বেলা ২.৩০ ঘটিকায় প্রস্তাবিত দ্বি-তল মাদ্রাসা গৃহ পূণঃনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মায়ামেঘ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জনাব মোঃ আসাদ সাহেবের মহান অবদানস্বরূপ “Heart for Mercy” ( H4M), ঢাকা, বাংলাদেশ, এর অর্থানুকুল্যে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সর্বিক সহযোগীতায় উন্নয়ন কাজটি সুসম্পন্ন হবে। উক্ত মহতি অনুষ্ঠানে কমটির সকল সদস্য, জামে মসজিদের সকল মুসল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। এলাকার ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার পথও সুগম হবে এমনটি আশা করে আপামর জনসাধারণ।