পাপ্র ডেস্ক :
মাদারীপুরের শিবচরে রাক্ষসী পদ্মা এবার গ্রাস করে নিলো শিবচরের বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরের কান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়কে। বুধবার মধ্যরাতে বিদ্যালয়টির মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে হেলে পড়ে। গত বৃহস্পতিবার বিদ্যালয়টি নদীর দিকে আরো হেলে পড়েছে যা প্রায় নদী গর্ভে বিলীনের পথে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২০০৯ সালে স্থাপিত হয় নুরুদ্দিন মাদবরের কান্দি এস. ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়টি। বন্দোরখোলা ইউনিয়নের চরাঞ্চলে স্থাপিত এই বিদ্যালয়টির কারণে শিবচর উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ছেলে-মেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়া করতো। বিদ্যালয়টি ছিল চরাঞ্চলের একমাত্র দৃষ্টিনন্দন তিনতলা ভবনসহ আধুনিক সুবিধা সমৃদ্ধ একটি উচ্চ বিদ্যালয়।
শুধু বাড়ি-ঘর বা স্কুল-কলেজই নয়, বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে অনেকের পুকুর, মৎস্য খামার, হাঁস-মুরগীর খামার, ছাগলের খামারসহ অসংখ্য ফসলি জমি। চরাঞ্চলের বাতিঘর খ্যাত এই বিদ্যালয়টি পদ্মার গর্ভে বিলীন হওয়া উক্ত এলাকার মানুষের মাঝে বয়ছে শোকের ছায়া। মর্মাহত হচ্ছে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।