শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্পর্কের বেড়াজাল
/ ২৭০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ

তানজিনা সরকার বন্যা

আপনি বলেছিলেন,
আপনাকে ভালোবাসে একটা নীল আকাশ উপহার দিতে,
আপনি বলেছিলেন,
কোনো এক বর্ষায় বানের জলে আপনার গা ভিজিয়ে দিতে,
আপনি বলেছিলেন,
সমুদ্রের জলরাশির মতো একাকার হয়ে মিশে যেতে,
আপনি বলেছিলেন,
শরৎএর শুভ্র সাদা মেঘে ভেসে বেড়ানো একটা শিউলি সমারোহ বিকেল আপনাকে উজার করে দিতে,
কত কিছু বদলে যায়,
দেখুন বছর দুয়েক আগে আপনার সাথে নিয়ম করে কথা হতো,
আপনার ছোট ছোট আবদার গুলো বলা হতো,
মনের ঘরে যত্ন করে পোষা হতো,
আপনার সাথে এখন আর যোগাযোগ নেই,
আপনার সারাদিনের ছোট ছোট গল্প গুলো মনোযোগ দিয়ে শুনতাম,
আপনার সেই গল্পগুরো হুঁট করেই কবে যেন শেষ হয়ে গেলো!
মাঝে মাঝে আপনাকে খুঁজে না পেলা খুব কষ্ট হতো,
হৃদয় জুরে নেমে আসতো অন্ধকার,
আজ মনে হয়,
আপনি কোথাই হারালেন, খোঁজ রাখা হয় না আর!
কষ্ট হয়?
নাহ-
মনে হয় তখন ওপাশটাতেও একই হাল!
নিয়ম করে যে আপনি খোঁজ নিতেন,
নিয়ম ভেঙে অনিয়মে হারালেন আপনিও!
কত অভ্যাস বদলে গেলো,
কত গল্প অসমাপ্ত হয়ে শেষ হয়ে গেলো,
কত বর্তমান বিস্মৃতির অতলে চাপা পড়লো,
কত নিয়ম ভেঙে এই আমি আজ আমার মতো উঠে দাঁড়িয়েছি,
আমার মতো করে বাঁচতে শিখেছি,
বেঁচে আছি,
আপনিও আপনার মতো করেই বেঁচে আছেন হয়তো!!
তারপরও কেউ ঠিক কাল এসে বলবে
সেও কখনো বদলে যাবে না,
আমি ও প্রতিশ্রুতি দিবো নিয়ম না ভাঙার,
আর অভ্যাস গুলো না বদলানোর,
তারপর একদিন দেখবেন,
সব প্রতিশ্রুতি ভেঙে,
ভীষণ রকম একটা অনিয়মে ঠিক ঠাক বদলে যাবো,
মাঝে মাঝে একটু-আধটু কষ্ট জন্মাবে,
অপরাধবোধ জন্মাবে,
বড্ড অচেনা লাগবে,
সব ঠিক হয়ে যাবে,
কিছুতেই কারো কিছু
যাবে আসবে না!!
দুজনই বেঁচে থাকবো,
আপনি আপনার মতো করে,
আমি আমার মতো করে,
শুধু বিলীন হয়ে যাবে,
আমাদের এক আকাশ স্বপ্নগুলো,
ভেঙে যাবে বিশাল প্রতিশ্রুতির দেয়ালগুলো!!
মিথ্যে হয়ে যাবে অনুভূতিগুলো!
বিবেকের কাঠগড়ায় দন্ডায়মান হয়ে সেদিন,
আবেগ গুলো উচ্চস্বরে বলে উঠবে,
অপরাধ ছিলো ভালোবাসার,
ধিক্কার দিয়ে বলে উঠবে,
আপনার-আমার সম্পর্কটাই ছিলো ছলনার,
শাস্তিসরূপ দিয়ে যাবে,
সেদিন এক আকাশ শূণ্যতা!!
সম্পর্কের বেড়াজালে আপনি আমি দুজনেই
প্রাপ্য তা!!

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ