আকিবুর রহমান :
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামে গতকাল রাতে কমিউনিটি ক্লিনিক ও মাইজহাটি মাদানী মসজিদের দান বাক্সে চুরি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতরাতে মাইজহাটি মাদ্রাসা সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের চুরি হয়ে যায় দুইটি সিলিং ফ্যান, একটি ট্যাব,নগদ কিছু অর্থ,বিশ প্যাকেট বিভিন্ন জাতের ঔষধ,বারটি রেজিস্টার খাতা দূর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।এবং টাওয়েল ও ওয়ালকোট সহ ক্লিনিকের সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। এবং মাইজহাটি মাদানী মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায়।
মাইজহাটি কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) মোছাঃ তাসলিমা আক্তার আজ সকালে অফিসে এসে অফিসের এ অবস্থা দেখে তখন তিনি ক্লিনিকের সভাপতি,সংরক্ষিত সদস্য,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার মোঃ হাসিব জমির সাত্তার এবং আহুতিয়া তদন্ত কেন্দ্রে বিষয়টা জানান।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের (এএসআই) মোঃ জিন্নত আলী পাকুন্দিয়া প্রতিদিনের প্রতিনিধিকে জানায়,কমিউনিটি ক্লিনিক ও মসজিদের দান বাক্সে চুরির ঘঠনা সত্যতা,এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খোঁজে বের করা হবে।