
পুলিশ পরিচয়ে তারাকান্দি বাজারের শরবত ব্যাবসায়ী ইলিয়াসের টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
তারাকান্দি বাজারের শরবত ব্যবসায়ী ইলিয়াস মিয়া পাকুন্দিয়া প্রতিদিনকে মুঠোফোনে জানান, মালামাল কেনার জন্য আমি কিশোরগঞ্জ শহরে যাই। দুপুর ১২ টার দিকে সিএনজি থেকে নেমে ঈশাখাঁ সড়কে ড্রেনের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তিন যুবক পুলিশ পরিচয়ে আমার কাছে ইয়াবা থাকার অভিযোগ এনে ভয় দেখায় এবং থানায় নেওয়ার কথা বলে জোরপূর্বক একটি মিশুকে তুলে।পরে তারা আমার পেটে ছুরি ধরে আমার কাছে থাকা ২ হাজার ৮৪০ টাকা ছিনিয়ে নেয়। পরে আমার কাছে কোনো টাকা নেই বললে মাত্র ১০০ টাকা ফেরত দিয়ে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পাওয়া গেলে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।