বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা এখন ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন- নুর
/ ১৮৯ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

আবু হানিফ: ‘জনতার অধিকার আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের উদ্যেগে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদর ঈদগাহ মাঠে এর আয়োজন করে ছাত্র ও যুব অধিকার পরিষদ।

পাকুন্দিয়া উপজেলা গণ-পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সভাপতি নুরুল হক নূর।

এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান (সুমন), গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, পাকুন্দিয়া কটিয়াদী আসনে সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা -হাঙ্গামা, দখল, চাঁদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় বক্তারা বলেন, ২০২৩ সালে তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করে কিন্তু সেই সময় ফ্যাসিষ্ট নির্লজ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেইনি।

ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারী শাসকের ৫ ই আগষ্ট পতনের ফলে সাধারন জনগন সহ রাজনৈতিক দল গুলো রাজনীতি করতে পারতেছে। তারই পেক্ষিতে গনঅধিকার পরিষদ গত ২ সেপ্টেম্বর নিবন্ধন পান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ