বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতার ওপর পদ বঞ্চিতদের হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ

জাহিদ হাসান মুক্তার: পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির এক নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপির নেতারা।

(১ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন বিএনপির নেতারা।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপির আহবায়ক কমিটি গঠন করে গত ৩০ জানুয়ারি । চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি তে নাম না থাকায় পরেরদিন শুক্রবার ঐ কমিটির ৩৮ নং সদস্য মোঃ রফিক মিয়া স্থানীয় কোদালিয়া বাজারে এলে তার উপর আক্রমণ করে পদ বঞ্চিত কয়েক জন নেতা ।
আহত রফিক মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এরই প্রক্ষিতে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় কোদালিয়া বাজারে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে।মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা। তারা বলেন – যারা রফিকের উপর হামলা করেছে প্রত্যেকেই তারা আওয়ামী লীগের লোক। এরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে বিগত বছরগুলো। গত ১৫ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলায় জেলার নেতাদের দৃষ্টিগোছর হয়েছে বলেই তারা কমিটিতে স্থান পায় নি। এরা আওয়ামী লীগের দালাল। এদের বিএনপিতে কোন জায়গা হবে না।

এসময় বিএনপি নেতারা স্লোগান দেয় “আওয়ামী লীগের দালালরা হুশিয়ার, সাবধান। জিয়ার সৈনিক এক হও,এক হও। রফিকের উপর হামলা কেন জবাব চাই, জবাব চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ