বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আলম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মরহুম নাজিম উদ্দিনের ছেলে। তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলম মিয়া নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় পাশের বাড়ির গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন এবং নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া হয়। আলম তাদের দুই ভাইকে থামাতে গেলে ছোট ভাই সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনানুক ব্যবস্থা নেয়া হচ্ছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ