তানিয়া সুলতানা হ্যাপি
এই বৈশ্বিক মহামারী করোনাকালে
আপনাকে অভিশাপ দিচ্ছি।
হ্যাঁ,
আমি আপনাকে অভিশাপ দিচ্ছি।
আমার সীমিতজ্ঞানে জেনেছি
বৈশ্বিক মহামারীর সময়ে
দোয়া কিংবা অভিশাপ কবুল হয়।
আমি আরো জেনেছি
যুদ্ধের সময় দোয়া কিংবা অভিশাপ কবুল হয়,
রোজাদারদের দোয়া কিংবা অভিশাপ কবুল হয়,
অত্যাচারিত ব্যক্তির দোয়া কিংবা অভিশাপ কবুল হয়।
সৃষ্টিকর্তার দরবারে বান্দার যেকোন চাওয়াই কবুল হয়
হোক সেটা নিজের অথবা অন্যের জন্য
হোক সেটা দোয়া কিংবা বদদোয়া, মানে অভিশাপ।
আমি জানি অভিশাপ দিতে নেই
সৃষ্টিকর্তার দরবারে
প্রতিটি দোয়ার মতো অভিশাপ ও কবুল হয়।
কিন্তু কি করবো বলুন!
আমি তো রক্তে, মাংসে গড়া মানুষ
আঘাতে, কষ্টে, অপমানে আমিও লীণ হই
হারিয়ে দেয়া কিংবা সরিয়ে দেয়ার
যন্ত্রণা আমাকেও তাড়া করে
কি করে আপনাকে অভিশাপ না দেই বলুন তো?
এই ধরেন আপনি
আপনার সাথে আমার কোন পূর্বশত্রুতা ছিল না
তবুও কি জানি কি জিঘাংসুর বশবর্তী হয়ে
আপনি আমার যে ক্ষতিটা করলেন—
তার জন্যে আপনাকে কেন
অভিশাপ দিবো না বলুন?
আমি তো আর শুধু আমি ছিলাম না
আমার ভিতরে ছিল অপরিমেয় প্রতিভা
আমার ভিতরে যে বসত করে
সহস্র মানবপ্রাণ।
সেদিন আপনি আমার প্রতি
ক্ষমতার যে স্টিমরোলার চালিয়েছিলেন
তাতে আমি খানিকটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।
আঘাত পেয়েছিলাম, আহত হয়েছিলাম,ব্যথিত হয়েছিলাম।
হুম, এখন আমি ঘুরে দাঁড়িয়েছি।
কিন্তু আপনি আমার যে
সীমাহীন ক্ষতিটা করেছেন
তার জন্যে আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে
আমার রুহের হা’য়ের আঘাতে
আমি চাই
আপনি ছিন্নভিন্ন হয়ে যান।
আমার অভিশাপে আপনি
প্রকৃতি থেকে নিশ্চিহ্ন হয়ে যান।
আমার অভিশাপে
আপনার বর্ণাঢ্য ক্যারিয়ারে কালিমা লাগুক।
আপনার মতো মানুষ নামে নিকৃষ্টকীটের
পৃথিবীতে বাঁচার কোন প্রয়োজন নেই।
আমি আপনাকে অভিশাপ দিচ্ছি।
এই বৈশ্বিক মহামারী করোনাকালে
আপনাকে অভিশাপ দিচ্ছি।
নামাযের মুনাজাতে
আপনাকে অভিশাপ দিচ্ছি।
গভীর ধ্যানে নিমজ্জিত হয়ে
আপনাকে অভিশাপ দিচ্ছি।
আর সব মানুষের মতো
স্বাভাবিক মৃত্যু যেন আপনার না হয়,
আমি কামনা করি
আপনার মৃত্যু হোক বিষাক্ত গ্যাসের মত,
বিভৎস গন্ধ ছড়াক চারি দিকে
যেমনটা দুর্গন্ধ ছড়িয়েছিল আপনার অপকর্ম।
আপনাকে অভিশাপ না দিয়ে পারছি না
কারো কারো মতে অভিশাপ দিতে নেই।
ক্ষমা মহত্ত্বের লক্ষ্মণ।
কিন্তু আমি জানি স্বয়ং সৃষ্টিকর্তা ও তো
অনিষ্টকারী সৃষ্টিকে ধ্বংস করে দেন।
আর আমি তো মানুষ
তাই আপনাকে অভিশাপ দিচ্ছি।
আপনার মতো অনিষ্টকারী মানবকে
অভিশাপ দিচ্ছি।
যারা আমার স্বপ্ন পূরণে বাঁধা দিয়েছে
তাদের অভিশাপ দিচ্ছি।
যারা আমার প্রতি সীমাহীন অন্যায় করেছে
আমি তাদের অভিশাপ দিচ্ছি।
যারা আমাকে অধিকার বঞ্চিত করেছে
আমি তাদের অভিশাপ দিচ্ছি।
অভিশাপ দিচ্ছি,
অভিশাপ দিচ্ছি।
২ জুলাই ২০২০
আজিমপুর, ঢাকা।