বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের নির্বাচন আগামি ৪ জানুয়ারি- ২০২৫। সেই নির্বাচনের জন্য তফছিল ঘোষণা করেছেন প্রেসক্লাবের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এবিএম নূরুল ইসলাম বাচ্চু। গত শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পাকুন্দিয়া প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই তফসিল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মো. মজিবুর রহমান ও সিদ্দিক হোসেন কিশোর।

১৪ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় ১৭ ও ১৮ ডিসেম্বর। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২২ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ। ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে, সভাপতি পদে ৩ হাজার, সাধারণ সম্পাদক পদে ৩ হাজার, সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ৫০০ ও অন্যান্য সদস্য পদে ১ হাজার ৫০০টাকা।

এসআর/পাপ্র

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ