আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন। এ সময় পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, সমাজসেবা কর্মকর্তা শাজাহান, থানায় অফিসার ইনচার্জ সাখাওত হোসেন , পাকুন্দিয়া সরকারি স্কুলে প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম,হাদি, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন বাজারে দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ে আলোচনা করা হয়। ইউনিয়নের, জুয়া, কিশোর গ্যাং, মাদক ইয়াবা গাঁজা নির্মূলের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।