মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা দিনার গ্রেফতার
/ ৫৪ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান দিনারকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাত পৌনে ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার কাউনা বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার দিনার পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ২০ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পাকুন্দিয়া বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে দুষ্কৃতিকারীরা অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় মো. মোস্তফা বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ ‍সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতারের পর আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়। মামলার অপর আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ