মস্তিস্ক প্রবাহে টিউমার আক্রান্ত নারান্দী গ্রামের রাজমিস্ত্রী নজরুল মিয়ার কন্যা, নারান্দী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী মনিষার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে পাকুন্দিয়ার অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়া। গত ১৫ দিন ধরে দেশে-বিদেশের গ্রুপের সদস্যদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে তারা।
বিকালে গ্রুপের সদস্যদের দেওয়া ১ লক্ষ ৫৫হাজার টাকা তার বাবার কাছে নজরুল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, এড.মাহমুদুর রহমান আফ্রীদ মডারেটর হাফেজ রাকিবুল হাসান, ভয়েস অব পাকুন্দিয়া অন্যতম স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল মামুন সাগর, সানাম প্রান্ত, সামাদ, নাবিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নারান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন ও এড. আবুল কাসেম আসাদ, এ.পি.পি সহ আরো অনেকেই।।
ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, যারা মনিষা’র চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, পাশাপাশি সবাই নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান। মনিষা’র বাবা নজরুল ইসলাম সবার কাছে মেয়ের জন্য প্রাণভরে দোয়া চেয়েছেন।।