কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে স্মারকলিপি তুলে দেন যুব অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া হওয়ার কথা ২৬০-২৭০ টাকা। কিন্তু ভাড়া নিচ্ছে ৩৫০-৪০০ টাকা। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে পরিবহন মালিক সমিতি। এর আগে সেখান থেকে ভাগ নিতো আওয়ামী লীগের নেতারা। আমরা শুনেছি এখন সেখান থেকে অন্য একটা দলের নেতারা চাঁদা নিচ্ছে। চাঁদাবাজি বন্ধ করে এই রুটের ভাড়া দ্রুত সময়ের মধ্যে কমানোর দাবি জানাই। এই জন্যই আজকে জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দিয়েছি।
এমসয় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক অভি চৌধুরী, যুগ্ম সদস্যসচিব মুমিনুল হক জনি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক রাজন আহমেদ রমজান, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার আহবায়ক মোমেন উদ্দিন জনি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি মারুফ আহমেদ, যুব অধিকার পরিষদের সহসভাপতি জীবন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন, ছাত্র অধিকার পরিষদ সদস্য ফয়সাল, জেলা গণঅধিকার পরিষদের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
সূত্র-কিশোরগঞ্জ প্রেস