মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ইটভাটা থেকে কিশোরগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী যুবক নিখোঁজ
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি ইটভাটা থেকে বিল্লাল (২২) নামে কিশোরগঞ্জের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ বিল্লালের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের সুধী গ্রামে। তিনি তার পরিবারের সাথে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সজিব ব্রিক ফিল্ডে কাজ করতেন।

গত (১২ নভেম্বর) সকালে বিল্লাল ব্রিক ফিল্ড থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় বিল্লালের বাবা সাবির উদ্দিন (১৫ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিল্লালের বাবা সাবির উদ্দিন জানান, জীবিকার তাগিদে তিনি গত বছর পরিবার নিয়ে সজিব ব্রিক ফিল্ডে যান। তার ছেলেও ইটভাটায় কাজ করেন। বিল্লাল সহজ সরল প্রকৃতির, কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী, সঠিক ঠিকানা বলতে পারেন না। গত (১২ নভেম্বর) মঙ্গলবার সকাল আনুমানিক দশটার দিকে ইটভাটা থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বিল্লালের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, চুল ও চোখের রং কালো, মুখে হালকা দাড়ি আছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও টাউজার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ