কিশোরগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে আল আমিন (১৪) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। সদর উপজেলার পাঁচধা এলাকার একটি ধানখেত থেকে আজ সোববার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আল আমিন তাড়াইল উপজেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আল আমিন। পরে রাতে আর বাড়ি ফেরেনি সে। সোমবার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার নীরব রাস্তার পাশের ধানখেত তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ