কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বহির্বিভাগে টিকেট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই রোগীর নাম মোছা. রাজিয়া আক্তার (৩৬)। তিনি উপজেলার চরফরাদি ইউনিয়নের ঝাউগারচর গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী। ঘটনার পরপরই ভুক্তভোগী পাকুন্দিয়া থানায় অভিযোগ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখাতে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই নারী । এসময় বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য টিকেট কাটতে কাউন্টারের লাইনে দাঁড়ান। হঠাৎ তার গলায় টান লাগে। তৎক্ষণাৎ তিনি দেখতে পান তার গলায় থাকা স্বর্ণের চেইনটি চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পাকুন্দিয়া থানার এসআই আলিমের নেতৃত্বে একদল পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, প্রায়ই আউটডোরে চুরির ঘটনা ঘটে।হাসপাতালের প্রতিদিন গড়ে ৬০০-৭০০ রোগী এবং সঙ্গে তাদের স্বজনেরা আসেন। প্রায় দেড় থেকে দুই হাজার লোকের সমাগম হয় প্রতিদিন। এদের লাইন ঠিক করার জন্য এবং হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় সিকিউরিটি গার্ড বা আনসার জরুরি হয়ে পড়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালের বিভিন্ন স্থানে ১৬টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জানান, হাসপাতালটিতে একজন রোগীর গলার চেইন চুরির অভিযোগ পেয়েছি। হাসপাতালটির সিসি ফুটেজ সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-ডেইলি বাংলাদেশ