শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে বাম গনতান্ত্রিক জোটের পাঁচ দফা দাবীতে বিক্ষোভ
/ ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬:২৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার :

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবি বাস্তবায়নে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বাম দলগুলোর নেতাকর্মীরা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সিপিবি কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উল্ল্যেখ্য,কিশোরগঞ্জে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে করোনা রোগীদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধাসহ কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এবং প্রত্যেক ইউনিয়নে ধান বিক্রয় কেন্দ্র তৈরী করা, লটারী প্রথা বাতিল করে সরাসরি কৃষকদের কাছ ধান-চাল ক্রয়, সর্বদলীয় ত্রান কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা বাম জোটের সমন্বয়ক নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, জেলা সিপিবি নেতা আবুল হাসেম বিএসসি, বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ প্রমুখের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ