নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে র্যাব-১ সিপিএসসি এর সহায়তায় তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার দুজন হলেন পাকুন্দিয়া উপজেলার নারান্দী
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি শফিকুল
ইসলাম (৪৫) ও বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল (৩৮)।
র্যাব সূত্র জানায়, গত ২০ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পাকুন্দিয়া বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অনেক ছাত্র-জনতা আহত হয়। এ বিষয়ে মো. মোস্তফা বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুজন এ মামলার এজাহারভুক্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পরে তাদেরকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।