সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের মাইলফলক;এক লক্ষ কোটি টাকা আমানত
/ ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬:২১ অপরাহ্ণ

 

পাপ্র ডেস্ক:

এক লাখ কোটি টাকার বিশাল মাইলফলক অতিক্রম করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক; যা বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংকের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করেছে।করোনাভাইরাসের কারণে যখন অন্য ব্যাংকগুলোর আমানতে টান পড়েছে, ঠিক তখনই দেশের ব্যাংক খাতের আমানতের ৮ দশমিক ৬৪ শতাংশ এখন ইসলামী ব্যাংকের।

২০১৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনা পরিবর্তনের পর ব্যাংকটি সংকটে পড়ে এবং গ্রামে-গঞ্জের আমানত টানতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে। গত ছয় মাসে ৫ হাজার কোটি টাকার নতুন আমানত পেয়েছে ব্যাংকটি। বদৌলতে গতকাল মঙ্গলবার আমানতে এক লাখ কোটি টাকার নতুন মাইলফলক ছুঁয়েছে ইসলামী ধারার এই ব্যাংক। এর ফলে ১ কোটি ৪৩ লাখ গ্রাহকের ব্যাংকে পরিণত হয়েছে ইসলামী ব্যাংক।

জানা গেছে, গতকাল মঙ্গলবার ব্যাংকটিতে আমানতের পরিমাণ বেড়ে ১ লাখ ২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর আগে ২০১৩ সালে ব্যাংকটির আমানত ছিল ৪৭ হাজার ৩১৪ কোটি টাকা। সর্বশেষ ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৪ হাজার ৬৮১ কোটি টাকায়।

সারা দেশে ব্যাংকটির রয়েছে ৩৫৭টি শাখা, ৪৩টি উপশাখা, ১ হাজার ১০০টি এজেন্ট আউটলেট। গত জানুয়ারি থেকে মে পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার নতুন গ্রাহক তৈরি করেছে বাংকটি। এজেন্ট আউটলেটসমূহের গ্রাহক ৭ লাখ ৫৩ হাজার। ফলে গ্রাহক বেড়ে হয়েছে ১ কোটি ৪৩ লাখ। ২০১৯ সালে হিসাব খোলায় প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরগুলোতে গড়ে ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে ২০১৪ সালে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ