করোনায় কোরবানীর পশুরহাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে-ওবায়দুল কাদের
করোনা মোকাবিলায় কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রনে রাখতে হবে। জনসমাগম এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন তিনি।
তিনি বলেন, ‘যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না, প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এছাড়া মহাসড়কের উপর কিংবা পাশে বসানো যাবে না। পশুরহাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে।’
তিনি আরও বলেন,যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না, কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানীর পশুরহাট স্বাস্থ্যঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। মহাসড়ক ও এর আশেপাশে পশুরহাটের অনুমতি দেয়া যাবে না।’
এ সময় তিনি করোনা সংক্রমন রোধে সরকারে ভূমিকা ও বন্যার্তদের দ্রুত পূর্নভাসন সম্পর্কেও কথা বলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ