মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসুন্দা নদীতে যাত্রীবাহী নৌযান চালুর দাবি রিভার বাংলার
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে যাত্রীবাহী নৌযান চালু, নদীর দখল-দূষণ বন্ধ ও নদী খননে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা।

শনিবার (১২ অক্টোবর) বিকালে জেলা শহরের হোটেল শেরাটন হল রুমে ‘নরসুন্দায় প্রাণ ফেরাতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আলোচকগণ এসকল দাবি জানান।

কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ লতিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজকর্মী ড. দৌলতুন্নাহার খানম, কবি ও সঙ্গিত শিল্পী কফিল আহমেদ, অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম। অনুষ্ঠানে কি নোট পেপার উপস্থাপন করেন রিভার বাংলা সম্পাদক লেখক ও গবেষক ফয়সাল আহমেদ।

সোস্যাল এ্যকটিভিস্ট গাজী মহিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক এ কে নাছিম খান, মোস্তাফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, সাইফুল মালেক চৌধুরী, জেলা বেসসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন, জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, পরিবেশকর্মী সাইফুল ইসলাম জুয়েল ও অক্সিজেন ফাউন্ডেশন এর সভাপতি আকাশ আহমেদ রুবেল, জিয়াউল হক বাতেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল হক বাতেন প্রমুখ।

এসময় রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, নরসুন্দা একটি ভালোবাসার নাম। যে নদীটি প্রজন্ম থেকে প্রজন্মের আবেগ-অনুভূতিতে জায়গা করে নিয়েছে। এখন একে নদী নয় বরং একটি বড়ো নালা হিসেবেই উল্লেখ করলে খুব বেশি অন্যায় হবে না। কিশোরগঞ্জবাসীর বহু বছরের প্রাণের আকুতি প্রাণ ফিরে পাক প্রিয় নরসুন্দা। কিন্তু প্রাণ ফিরে পাওয়া তো দূরের কথা, মৃত্যুই যেনো নরসুন্দার লালাটে লেখা।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন, নদীর কচুরিপানা সরিয়ে নদীতে স্বচ্ছ পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে নদীর উৎসমুখের বাঁধ কেটে সেখানে স্লুসই গেট নির্মাণ করে ব্রহ্মপুত্র নদীর মূল প্রবাহের সঙ্গে নরসুন্দার গতিপথকে মিলিয়ে দিতে হবে । নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিতে প্রাথমিক সমস্যাগুলো চিহ্নিত করার উদ্যোগ নেয়ার এখনই সময়।

পাপ্র ডেস্ক /সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ