সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় প্রাইমহেলথ মেডিকেল সার্ভিসেস-এর উদ্বোধন
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ গ্রামের অস্বচ্ছল জনগোষ্ঠীকে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাইমহেলথ মেডিকেল সার্ভিসেস এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে পৌর সদর থানার মোড় সালাউদ্দিন সুপার মার্কেট ভবনে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জুয়েলের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন সরকার, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু পিপিএম , উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জুয়েল পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, আমাদের উদ্দেশ্য একটাই সেবা দেওয়া, ব্যবসায়িক কোন চিন্তা ভাবনা নেই। পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জ জেলা যত হাসপাতাল আছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে চাই। গরীব ও অসহায় রোগীদের পাশে আমরা দাঁড়াতে চাই।

প্রতিষ্ঠানটির পরিচারক মো. আল আমিন বলেন, আমরা চেষ্টা করবো পাকুন্দিয়া যে সেবা আছে তার চেয়ে আরো উন্নত সেবা দিতে। আমাদের এখানে মেশিনগুলো অত্যাধুনিক মেশিন। আমরা ঢাকার সাথে তুলনা করে সেবা দিবো ইনশাল্লাহ। আরো সেবা দিতে এবং ভালো ডাক্তার আনবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় মসজিদের ইমাম ব্যবসায়িক সফলতা ও সমৃদ্ধির কামনায় মোনাজাত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ