সুলতান আফজাল আইয়ূবী : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বর্ষীয়ান সাংবাদিক ও লেখক মোহাম্মদ সিদ্দিকুর রহমান মারা গেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।
কিশোরগঞ্জের শিমুলিয়ায় নিজ গ্রামে বাদ এশা জানাজার পর তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
চার ছেলে ও এক মেয়ের জনক সিদ্দিকুর রহমান মাসিক মদিনা, দৈনিক বাংলাবাজার, দৈনিক ইনকিলাবের পর সর্বশেষ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল ও জাতীয় প্রেস ক্লাবের সদস্যও তিনি এবং তিনি প্রয়াত আলোচিত মেজর মতিউর রহমানের ছোট ভাই।
সিদ্দিকুর রহমান একাধারে প্রাবন্ধিক, কলামিস্ট ও উপন্যাসিক ছিলেন। তার লেখা অসংখ্য বই পাঠকমহলে সমাদৃত। এর মধ্যে উপন্যাস ‘পর্দানশীল মেয়েটি’, ‘কে কার অলংকার’ অন্যতম। এছাড়া তার লেখা অসংখ্য ইসলামিক বই রয়েছে।
পাপ্র/সুআআ