খায়রুল ইসলাম : গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ সিফাতুল্লাহ রহ.সহ সৈরাচার পতন আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬আগষ্ট শুক্রবার রাতে মুনিয়ারীকান্দা বাজার ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার আয়োজনে এ দোআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শরিফুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো:আরিফ হোসেন ভূঞা, সহ-সভাপতি, মাওলানা ইমদাদুল্লাহ শাকিলসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোআর মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হয়।
পাপ্র/সুআআ