নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ট্রিপল মার্ডার মামলার আসামি মো. বাদল মিয়া (৫২)কে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সে উপজেলার চরঠেকী গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার শিবপুর থানার ট্রিপল হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত চার বছর ধরে বাদল মিয়া নরসিংদী জেলা কারাগারে বন্দি ছিলেন। গত শুক্রবার দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালালে অন্য কয়েদিদের সঙ্গে বাদল মিয়াও পালিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানা পুলিশ জানতে পারে- বাদল মিয়া জাঙ্গালিয়া বাজারে অবস্থান করছে। এর প্রেক্ষিতে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে বাদল মিয়াকে গ্রেপ্তার করে। পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন।
সূত্র-মানবজমিন