মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় কোটা বাতিল চেয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানের স্ট্যাটাস
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৯:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ কোটা পদ্ধতি বাতিল চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন শামসুল কবির নিপেল নামের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

বুধার ( ১০জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কোটা পদ্ধতি বাতিল আন্দোলনের পক্ষ নিয়েছেন তিনি। একইসঙ্গে সর্বস্তরে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন।

শামসুল কবির নিপেল জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের ছেলে।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নামে মাত্র মুক্তিযোদ্ধা কোটা..মূলত চাকরি হয় মোটা অঙ্কের ঘুষের মাধ্যমে..না হলে তখন সব কিছু ঠিক থাকলেও আমার চাকরি হয়নি কেন,,,তাই কোটা বাতিলের পক্ষে আমিও নিজেও…’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ছবিগুলো থেকে জানা যায়, গত বছরের মার্চে শামসুল কবির নিপেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরীর আবেদন করেছিলেন। এতে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ সুপারিশও করেছিলেন। পরবর্তীতে তার চাকুরি হয়নি।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ছিল। এই কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলনের মুখে ওই বছরের ৪ অক্টোবর সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল হয়ে যায়।

তবে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের শুনানি শেষে গত ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। ফলে কোটা বহাল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আবার রাস্তায় নামেন তারা। বিগত এক সপ্তাহ ধরে সারাদেশেই বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এসআর/পাপ্র

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ