পাপ্র ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের ৪৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত আটটায় গাজিপুরের রাজেন্দ্রপুরের হোটেল এক্স এ কেক কেটে এ জন্মদিন পালন করে সহযোদ্ধারা।
এ সময় জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক ইঞ্জিনিয়ার উজ্জ্বল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আহমেদ তালুকদার কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা সুখিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুকরিয়া গ্রামীন মৃত হারুন-ওর রশিদ।
হুমায়ূন আহমেদ তালুকদার কিশোরগঞ্জ সদর উপজেলা কালটিয়া আর এস আইডিয়াল কলেজে পড়া অবস্থায় ছাত্র রাজনীতিতে যোগদান করেন। এরপর তিনি ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল।
২০১৮ সালে কিশোরগঞ্জ -২ পাকুন্দিয়া কটিয়াদী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন চান। তিনি কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া কটিয়াদী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
এসআর/পাপ্র