সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ার মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
Update : শনিবার, ৮ জুন, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

আবু হানিফ : পাকুন্দিয়ায় বেপরোয়া গতির অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের চাপায় দিয়া মনি নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে সে ইন্তেকাল করে।

দিয়া মনি উপজেলার মির্জাপুর এলাকার বজলুল হকের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মির্জাপুর বাইপাস মোড়ের দোকানে যায় দিয়া মনি। ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের দ্রুতগতির এক বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হয় দিয়া মনি। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহতের মামা শামীম মিয়া বলেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ